মেট্রোরেল চলবে শুক্রবারও, প্রস্তুতি চলছে

রাজধানী ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও চলবে। তবে পুরো দিন নয়, বেলা তিনটা থেকে রাত পর্যন্ত চলবে। শুক্রবার মেট্রোরেল চলবে—এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু কোন শুক্রবার থেকে চালু হবে, এ বিষয় এখনো ঠিক করতে পারেনি কর্তৃপক্ষ।

মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবার চলাচল করে না। তবে অন্য সরকারি ছুটির দিন মেট্রোরেল স্বাভাবিকভাবেই চলাচল করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শুক্রবারও মেট্রোরেল চালানোর বিষয়ে নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে মেট্রোরেল কর্তৃপক্ষ আজ সোমবার থেকে প্রস্তুতি শুরু করেছে।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক প্রথম আলোকে বলেন, শুক্রবার মেট্রোরেলের চলাচল শুরু করতে হলে ব্যবস্থায় (সিস্টেম) কিছু তথ্য যুক্ত করতে হবে এবং কারিগরি বিষয়ে কাজ করতে হবে। এ প্রস্তুতিই চলছে। তবে প্রস্তুতি শেষ করে কোন শুক্রবার থেকে মেট্রোরেল চালু করা যাবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ডিএমটিসিএলের সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালু করার ক্ষেত্রে মূল সমস্যা লোকবলের। এমনিতেই ট্রেন পরিচালনায় দক্ষ জনবলের ঘাটতি আছে। এ জন্য ছুটির দিন কাকে, কীভাবে ভাগবাঁটোয়ারা করে কাজে রাখা হবে—এটা ঠিক করতে সময় লাগছে। টিকিট বিক্রির কার্যক্রম এবং ট্রেন পরিচালনার বিষয় সফটওয়্যারে যুক্ত করতে খুব বেশি সময় লাগার কথা নয়।

Leave a Comment